আপডেট : ৩০ May ২০১৮
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্ধর্ষ পারফরম্যান্সের উচ্ছ্বাস আর ধরে রাখতে পারছেন না ১৯ বছরের তরুণ আফগান তুর্কি। সানরাইজার্স হায়দরাবাদের হয়ে আইপিএলে নজর কেড়েছেন রশিদ খান। কিন্তু তিনি নিজেকে দেশের দ্বিতীয় জনপ্রিয় ব্যক্তি বলে অভিহিত করে পড়েছেন নতুন এক বিতর্কে। অলরাউন্ডার রশিদের খেলায় মুগ্ধ হয়েছেন শচীনও। রশিদের প্রশংসা করে শচীন লিখেছেন, টি-টোয়েন্টির সেরা বোলার এখন রশিদ। টুইটটি পড়ার পরেই মাটিতে পা রাখতে পারছিলেন না তিনি। উত্তেজনার বশে বলে ফেলেন, ‘এই মুহূর্তে প্রেসিডেন্টের পরে বোধ হয় আমিই সবচেয়ে বেশি জনপ্রিয় আফগানিস্তানে।’ এ কথা বলার পরই শুরু হয়েছে বিতর্ক। ১৯ বছরের যুবক কী করে নিজেকে আফগান প্রেসিডেন্টের পরেই রাখতে পারেন। রশিদ যদিও যথেষ্ট লাজুকভাবেই সে কথা বলেছিলেন। আফগানিস্তানের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান তিনি। সে কারণেই নিজের পারফরম্যান্সের ওপর বেশি নজর দিচ্ছেন তিনি। এদিকে, রাজনৈতিক মহলে রশিদের এই মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পরম বন্ধু আফগান প্রেসিডেন্ট। সেই সুবাদে সে দেশের সঙ্গে অত্যন্ত ভালো সম্পর্ক ভারতের। রশিদের এই মন্তব্যের পর তাতে কোনো প্রভাব পড়বে কি না তা নিয়ে জল্পনা শুরু হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১