বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০১৮

ঈদের  নতুন নোটে থাকছে না দুই ও পাঁচ টাকা

এবারই প্রথম দুই ও পাঁচ টাকার নতুন নোট বিতরণ করা হচ্ছে না সংরক্ষিত ছবি


আসন্ন ঈদ উপলক্ষে নতুন নোট বিতরণ করবে বাংলাদেশ ব্যাংক। তবে এবারই প্রথম দুই ও পাঁচ টাকার নতুন নোট বিতরণ করা হচ্ছে না। প্রশ্ন উঠেছে, তাহলে কী এ দুটি নোটের সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক দেবাশীষ চক্রবর্তী বাংলাদেশের খবর’কে বলেন, ‘আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করতে পারব না। কেন দুই ও পাঁচ টাকার নতুন নোট বিতরণ করা হবে না সেটি কর্তৃপক্ষের বিষয়। আপনার কোনো প্রশ্ন থাকলে লিখিতভাবে পাঠান। পরে জবাব দেওয়া হবে।’

কেন্দ্রীয় ব্যাংকের আরেক কর্মকর্তা জানান, এ দুটি নোটের চাহিদা কমে যাচ্ছে। তাই নতুন নোট বিতরণ না করা হলেও সাধারণ মানুষের কোনো সমস্যা হবে না। বাজারে এসব নোট কমিয়ে দেওয়া হবে। তবে এখনই তুলে নেওয়ার সুযোগ নেই। প্রাথমিকভাবে ধাতব মুদ্রায় চলবে। কাগজের নোট আর করা হবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, দেশে বর্তমানে ১০, ২০, ৫০, ১০০, ৫০০ ও ১০০০ টাকার ব্যাংক নোট প্রচলিত আছে। ব্যাংক নোট বের করে বাংলাদেশ ব্যাংক। এতে সই থাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের। আর ১, ২ ও ৫ টাকা সরকারি নোট। এগুলো সরকারের হয়ে বের করে অর্থ মন্ত্রণালয়। এগুলোয় সই থাকে অর্থ সচিবের।

এর আগে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের বলেন, ২ টাকা এবং ৫ টাকার নোট আর বের করা হবে না। এতে সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্তিতে পড়েন। পরে অবশ্য অর্থমন্ত্রী তার বক্তব্য থেকে সরে আসেন।

বেশ কিছু দিন আগে পাঁচ টাকাকে সর্বনিম্ন সরকারি নোট করার সিদ্ধান্ত নেওয়া হয়। এ নিয়ে সরকার একাধিকবার বৈঠকও করে। দুই টাকা ও পাঁচ টাকা বাজার থেকে বিলুপ্ত করতে চায় সরকার। এজন্য নতুন নোট ছাড়া থেকে বিরত থাকছে। সরকার এই নোটগুলো অপ্রয়োজনীয় বলে মনে করছে।

বাজার থেকে দুই ও ৫ টাকার নোট তুলে নিলে সাত, আট বা ১২-১৩ টাকার পণ্যের কেনাবেচা কীভাবে হবে? এ প্রশ্ন থেকেই যাচ্ছে।

গত রোববার বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে জানায়, ঈদ উপলক্ষে আগামী রোববার থেকে নতুন নোট বিনিময় চলবে। শুধু ১০, ২০, ৫০ ও ১০০ টাকা মূল্যমান পর্যন্ত নতুন নোট বিনিময় করা হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১