বাংলাদেশের খবর

আপডেট : ২৯ May ২০১৮

পচা মাছ বিক্রি ফিজাকে জরিমানা

পচা মাছ বিক্রি ফিজাকে জরিমানা সংরক্ষিত ছবি


ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ফিজার সিলেট নগরীর উপশহর শাখায় পচা মাছ বিক্রি করা হয় তাজা হিসেবে। এ ছাড়া পণ্য বিক্রিতে অধিক মূল্যও নিচ্ছে প্রতিষ্ঠানটি। গত রোববার অভিযান চালিয়ে এমন গুরুতর অনিয়ম পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করে জেলা প্রশাসনের বাজার মনিটরিং কমিটি।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার উম্মে সালিক রুমাইয়ার নেতৃত্বে অভিযানে বিএসটিআই ও পুলিশ সদস্যরা অংশ নেন। ম্যাজিস্ট্রেট রুমাইয়া জানান, পচা মাছ বিক্রি, অধিক মূল্য আদায় ও বিদেশি পণ্যে আমদানিকারকের লোগো না থাকাসহ নানা অনিয়মের কারণে ফিজার উপশহর শাখাকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের বিভিন্ন ধারায় ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া শিবগঞ্জ বাজারে মূল্য তালিকা না থাকায় বেশ কিছু মাছ ব্যবসায়ীকে সতর্ক করা হয়। পণ্যে লেবেল না থাকায় এক ফল ব্যবসায়ীকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১