বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৮

মিসরে এক মাসের জন্য বন্ধ ইউটিউব

একটি ভিডিওর সূত্র ধরে এ নির্দেশ দেওয়া হয়েছে ইন্টারনেট


মিসরে এক মাসের জন্য ভিডিও স্ট্রিমিং সাইট ইউটিউব বন্ধের নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ প্রশাসনিক আদালত। ২০১২ সালে প্রকাশিত ‘ইনোসেন্স অব মুসলিম’ নামের একটি ভিডিওর সূত্র ধরে এ নির্দেশ দেওয়া হয়েছে। মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে অবমাননা করা হয়েছিল এ ভিডিওতে, এমন অভিযোগে সে সময় অনেক মুসলিম দেশেই তোপের মুখে পড়েছিল ইউটিউব।

সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, এ ভিডিওর জের ধরে করা এক মামলায় একটি নিম্ন আদালত ২০১৩ সালে ইউটিউব বন্ধের নির্দেশ দেয় দেশটির যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়কে। তবে ইউটিউব বন্ধ করা বেশ কঠিন হবে এবং এর কারণে গুগল ব্যবহারের ক্ষেত্রেও সমস্যা হতে পারে, এমন কারণ দেখিয়ে সে সময় মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপিল করা হয়। প্রায় পাঁচ বছর পর আপিলের এ রায় প্রদান করা হলো।

উল্লেখ্য যে, ২০১২ সালে ক্যালিফোর্নিয়ায় তৈরি করা ১৩ মিনিটের এ ভিডিও ট্রেইলারটি প্রকাশ করা হয়। সে সময় অন্যান্য মুসলিম দেশের মতো মিসরেও এর বিরুদ্ধে প্রতিবাদ দেখা গিয়েছিল। পরবর্তীতে ২০১৩ সালে মোহাম্মদ হামিদ সালেম নামে একজন আইনজীবী ইউটিউব বন্ধ করার আবেদন জানিয়ে এ মামলাটি দায়ের করেন।

উচ্চ আদালতের দেওয়া এ রায়ে বলা হয়েছে, এটিই চূড়ান্ত রায় এবং এর বিরুদ্ধে পুনরায় আপিলের সুযোগ থাকছে না।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১