বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৮

আন্দোলনের প্রস্তুতির আহবান মির্জা ফখরুলের

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংরক্ষিত ছবি


বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে আন্দোলনের মাধ্যমেই। এজন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান তিনি।

সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ফখরুল বলেন, মিথ্যা মামলায় সাজা দিয়ে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। হাইকোর্ট জামিন দিলেও তাকে মুক্তি দেওয়া হচ্ছে না। স্বৈরাচার সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে মুক্ত করা হবে। সেজন্য শক্তিশালী সংগঠন দরকার। তিনি খালেদা জিয়ার মুক্তি আন্দোলনের জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার আহবান জানান।

বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকনসহ আরো নেতারা আলোচনা সভায় উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১