বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৮

শাস্তি বাড়ছে বিএসটিআই আইনে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে সভাপতিত্ব করেন। ছবি পিআইডির


বিভিন্ন অপরাধে শাস্তি ও জরিমানার পরিমাণ বাড়িয়ে ‘বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।  প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে সোমবার তার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

তিনি বলেন, লাইসেন্স ছাড়া স্ট্যান্ডার্ড মান ব্যবহার করলে আগের আইনে ৬ মাস জেল ও ১৫ হাজার টাকা জরিমানা থাকলেও এবার শাস্তি বেড়েছে অনধিক ২ বছর, আর জরিমানা রাখা হয়েছে এক লাখ টাকা।  নিবন্ধন ছাড়া মান ব্যবহার করলে বাজেয়াপ্ত করার আইনও রাখা হয়েছে খসড়ায়।

শফিউল আলম বলেন, লাইসেন্সের শর্ত লঙ্ঘণ করলে নিষিদ্ধ পণ্য রপ্তানি করলে এক বছরের কারাদণ্ড বা ১০ থেকে ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে প্রস্তাবিত এ আইনে। 

মন্ত্রিপরিষদ সচিব জানান, কোনো অপরাধের জন্য এই আইনের কোনো ধারায় কাভার না করলে সর্বোচ্চ এক লাখ ও সর্বনিম্ন ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। আগে কোনো ধারায় কাভার না করলে পাঁচ হাজার টাকা জরিমানা করা হত। এ আইনের অধীনে কেউ দ্বিতীয়বার অপরাধ করলে তাকে দ্বিগুণ শাস্তি পেতে হবে।

তিনি বলেন, আইনের সাধারণ অপরাধগুলোর বিচার ম্যাজিস্ট্রেট কোর্টে হবে, দ্বিতীয়বারের অপরাধের বিচার হবে দায়রা আদালতে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১