বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৮

কোচিং বাণিজ্য নিয়ে রুল নিষ্পত্তির নির্দেশ

তিন বছর পার হওয়া শিক্ষকদের বদলির পক্ষে প্রধান বিচারপতি

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সংগৃহীত ছবি


রাজধানীর সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে যারা তিন বছরের বেশি সময় শিক্ষকতা করছেন তাদের অন্যত্র বদলির পক্ষে মত দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। একই সঙ্গে কোচিং বাণিজ্য নিয়ে হাইকোর্টের জারি করা রুল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

রাজধানীর কয়েকটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি সংক্রান্ত আপিলের শুনানিতে গতকাল রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ মন্তব্য করেন।

আদালতে সরকারপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান। অন্যদিকে কোচিং সেন্টারের পক্ষে ছিলেন ব্যারিস্টার তানিয়া আমীর।

শুনানির একপর্যায়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম আদালতকে বলেন, অনেক শিক্ষক ঢাকায় ১০-১২ বছর ধরে আছেন। তাদের অনেকেই কোচিং বাণিজ্যে জড়িত।

এ সময় প্রধান বিচারপতি বলেন, কেন? তিন বছর পরপর তো বদলির কথা! তাহলে তো কোচিং বাণিজ্যের জন্য মন্ত্রণালয়-অধিদফতরও দায়ী।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১