বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৮

তরমুজের জোড়া ২৫ লাখ টাকা

জাপানে এ দামে বিক্রি হয়েছে উন্নত জাতের একজোড়া তরমুজ ইন্টারনেট


তরমুজের জোড়া ২৪ লাখ ৭৬ হাজার টাকা- শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। শনিবার জাপানে এ দামে বিক্রি হয়েছে উন্নত জাতের একজোড়া তরমুজ। ইন্টারনেট।

খবরে বলা হয়, জাপানে মৌসুমি ফল কেনা একটা সম্মানের বিষয়। কে কত দামি ফল কিনছেন তার ওপর নির্ভর করে তার মান-সম্মান। প্রতিবছরই দেশটিতে মৌসুমি ফলের নিলাম হয়। এতে ক্রেতারা নিজেদের সামাজিক অবস্থান ও সম্মানের জানান দিতে দামি ফল খুঁজে থাকেন।

বিক্রেতারাও ক্রেতাদের কথা মাথায় রেখে দোকান সাজাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফল সংগ্রহ করেন। উত্তর হোক্কাইডোর সাপ্পোরো সেন্ট্রাল পাইকারি বাজারে ওঠে মৌসুমের প্রথম ইউবারি তরমুজ। সেখানেই তরমুজ দুটি নিলামে ওঠে। স্থানীয় আরেকটি ফ্রুট প্যাকিং ফার্ম সর্বোচ্চ দামে কিনে নেয় তরমুজ দুটো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১