বাংলাদেশের খবর

আপডেট : ২৭ May ২০১৮

মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ২ বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু

মধ্য আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি শান্তিরক্ষীর মৃত্যু ছবি সংরক্ষিত


মধ্য আফ্রিকায় জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বাংলাদেশের দুই সেনা সদস্য সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাংলাদেশের আরও দুই সৈনিক।  

রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা পৌনে ৭টায় ওই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক আরজান হাওলাদার এবং ৩৫ ডিভ লোকেটিং ব্যাটারি আর্টিলারির (রংপুর) সৈনিক মো. রিপুল মিয়া।

দুর্ঘটনায় আহত ৩৪ ইস্ট বেঙ্গলের (ফরিদপুর) সৈনিক মো. জামাল উদ্দিন মোল্লাহ ও ৩৬ এডি রেজিমেন্ট আর্টিলারির (নওগাঁ) সৈনিক মো. মজাহিদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য প্রজাতন্ত্রের রাজধানী ব্যানগুই শহরে নেওয়া হয়েছে। এরা সবাই সামরিক ও অসামরিক যানবাহনের একটি কনভয়ের নিরাপত্তায় নিয়োজিত ছিলেন।

হতাহতরা সবাই জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ ব্যাটালিয়ন-৪ (ব্যানব্যাট-৪) এর সদস্য বলে জানিয়েছে আইএসপিআর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১