আপডেট : ২৭ May ২০১৮
বাংলাদেশ ফুটবল ফেডারেশন লটারির ড্র গতকাল শনিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত হয়েছে। লটারিতে প্রথম পুরস্কার ঢাকায় ফ্ল্যাট বা নগদ ৩০ লাখ টাকা জিতেছে চ ৬৪১৮১০ নম্বরের টিকেট। এ ছাড়া দ্বিতীয় পুরস্কার পাঁচ লাখ টাকা বিজয়ী টিকেট নম্বর ঙ ২৬৭৭৭৩, তৃতীয় পুরস্কার দুই লাখ টাকা জিতেছে ঘ ২৬১২৯৯। চতুর্থ পুরস্কার ১০ হাজার টাকা পাওয়া পাঁচটি নম্বর হলো চ ৬৬০৯২৪, খ ১২৯০০৯, ঝ ৩৮৩৫৩৫, ঝ ৯১৭১৭০ এবং ঞ ১৩৪৬১৩। পঞ্চম পুরস্কার পেয়েছে ক ১২৮৬১৭, জ ২৭৫০০৩, ছ ৬৪৩৮৩৯, ক ১১৯২৭১, ঝ ৯৭২১৮১ এবং ক ১০৬০৭১। এ ছাড়া দুই হাজার টাকা মূল্যমানের ৬২০টি পুরস্কার রয়েছে এবারের লটারিতে। লটারির ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে জ্যেষ্ঠ সহসভাপতি ও জাতীয় লটারি কমিটির চেয়ারম্যান আবদুস সালাম মুর্শেদী। উপস্থিত ছিলেন অর্থ বিভাগের যুগ্মসচিব ড. মো. নজরুল ইসলাম, অভ্যন্তরীণ অর্থ বিভাগের উপসচিব ডা. মো. হামিদুল হক, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. মাছুম পাটোয়ারী, বাফুফে সাধারণ সম্পাদক মো. আবু নাঈম সোহাগ এবং লটারি কমিটির প্রকল্প পরিচালক আলম কবির।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১