আপডেট : ২৬ May ২০১৮
কানাডার টরন্টোর মিসিসুগায় একটি ভারতীয় রেস্তোরাঁয় বিস্ফোরণে অন্তত ১৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে বিস্ফোরক দিয়ে বিস্ফোরণটি ঘটানো হয় বলে পুলিশ জানিয়েছে। পিল রিজিওনাল পুলিশ বলেছে, মিসিসুগার অনতারিওর ভারতীয় বোম্বে ভেল রেস্তোরাঁয় দুই সন্দেহভাজন প্রবেশ করে বিস্ফোরণ ঘটায়। এর পর পরই তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ ঘটনায় সন্দেহভাজন ওই দুজনকে খুঁজছে পুলিশ। তবে কী কারণে হামলাটি চালানো হয়েছে সে ব্যাপারে নিশ্চিত হতে না পারলেও পুলিশ জানিয়েছে, এটাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবেই ধরা হচ্ছে। এদিকে পুলিশ জানিয়েছে, বিস্ফোরণের সময় রেস্তোরাঁটিতে একটি শিশুর জন্মদিনের অনুষ্ঠান চলছিল। ফলে সে সময় অনেক মানুষ সেখানে উপস্থিত ছিল। হামলায় আহত বেশকিছু মানুষকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তার মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। ওই তিনজনকে টরন্টোর একটি ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১