বাংলাদেশের খবর

আপডেট : ২৬ May ২০১৮

পাকিস্তানে ঈদে বলিউড ছবি প্রদর্শণে নিষেধাজ্ঞা

পাকিস্তানের ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রমোট করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সংরক্ষিত ছবি


ঈদ-উল-ফিতর এবং ঈদ-উল-আজা উপলক্ষ্যে ভারতীয় ছবি বিশেষ করে বলিউডের ছবির প্রদর্শণে নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান সরকার। ঈদে চিরকালই বলিউডের ছবি ভালো ব্যবসা করেছে পাকিস্তানে। তবে এবার আর সেই সুযোগ থাকছে না।

টাইমস অফ ইন্ডিয়া জানায়, বৃহস্পতিবার পাকিস্তানের সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সেন্সরসের এক বিজ্ঞপ্তিতে স্পষ্ট ভাবে বলা হয়েছে পাকিস্তানের স্থানীয় ফিল্ম ইন্ডাস্ট্রিকে প্রমোট করার জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ঈদের দু’দিন আগে পর্যন্ত এবং ঈদের ছুটি শেষ হওয়ার দু’সপ্তাহ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে। এই সময়ের পর থেকে ফের দেখানো যাবে বলিউডের হিন্দি ছবি।

তবে শুধু বলিউডি ছবির উপরেই নয়। সাময়িক এই নিষেধাজ্ঞা জারি হয়েছে হলিউড ছবির প্রদর্শণেও। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক কর্ম কর্তকর্তা জানিয়েছেন, পাকিস্তানি ফিল্ম এগজিবিটরস, ডিস্ট্রিবিউটরস এবং প্রোডাকশন হাউসগুলির অনুরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বছরের ঈদে একসঙ্গে মুক্তি পেতে চলেছে বেশ কয়েকটি পাকিস্তানি ছবি। তার মধ্যে রয়েছে ‘আজাদি’, ‘ওয়াজুদ’ এবং ‘৭ দিন মহব্বত ইন’।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১