বাংলাদেশের খবর

আপডেট : ২৬ May ২০১৮

মওদুদের আশা

তিস্তার সমাধান করে ফিরবেন প্রধানমন্ত্রী

বিএনপির নীতিনির্ধারক ব্যারিস্টার মওদুদ আহমদ সংরক্ষিত ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত থেকে খালি হাতে ফিরবেন না, তিস্তার পানি বণ্টনের স্বাক্ষরিত চুক্তি হাতে নিয়ে দেশে ফিরবেন- এমন আশা প্রকাশ করেছেন বিএনপির নীতিনির্ধারক ব্যারিস্টার মওদুদ আহমদ। গতকাল শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে খালেদা জিয়া মুক্তি পরিষদের উদ্যোগে এক আলোচনা সভায় তিনি এ আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে সিটি করপোরেশন নির্বাচনে সংসদ সদস্যদের প্রচারণার সুযোগ দিয়ে আচরণবিধির সংশোধনের নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে ‘দুরভিসন্ধি ও ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেন ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশন তল্পিবাহক; সরকারের ইচ্ছা পূরণ করছে। ক্ষমতাসীনরা ভবিষ্যতে সাধারণ নির্বাচনে সংসদ সদস্য হিসেবে থেকে নিজের প্রচারণায় যেতে পারেন, ক্ষমতা ও তার সমস্ত প্রভাব বিস্তার করতে পারেন- বিষয়টি মাথায় রেখে কমিশন এই আচরণবিধি পরিবর্তন করছে। এরপরও সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করা বাংলাদেশের মাটিতে করা সম্ভব হবে কি না প্রশ্ন রাখেন তিনি।

সাবেক এই আইনমন্ত্রী হুশিয়ারি দিয়ে বলেন, খুলনায় পুলিশ-র্যাব নির্বাচন করেছে। জনগণের ভোট হয়নি। ক্ষমতাসীনরা খুলনা স্টাইলে গাজীপুরে নির্বাচন করতে চাইলে সর্বশক্তি দিয়ে প্রতিহত করা হবে।

মওদুদ আহমদ বলেন, একমাত্র আইন-আদালত করে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা সম্ভবপর নয়। তার একমাত্র পথ হলো রাজপথ। আন্দোলন ছাড়া জনগণের কোনো দাবি আদায় করা সম্ভবপর হয়নি। যে পথে দাবি আদায় করা যাবে সেই পথ আমাদের বেছে নিতে হবে। রমজান মাসের পর কঠোর কর্মসূচির পথ আমাদের বেছে নিতে হবে।

সরকার ব্যর্থ হয়ে দেশে মাদক নিয়ন্ত্রণে মাদকবিরোধী অভিযানের নামে বিনাবিচারে মানুষ হত্যা করছে বলে অভিযোগ করেন মওদুদ। তিনি বলেন, বিনা বিচারে যাদের হত্যা করা হচ্ছে ওরা কারা? পত্রিকায় দেখি তাদের কাছ থেকে মৃত্যুর পরে এক হাজার দুই হাজার ইয়াবা পাওয়া গেছে। এরা তো বাহকমাত্র। এই সরকারের মদতপুষ্ট ব্যক্তিরা হলো এই মাদক ব্যবসার মালিক। বিনা বিচারে মানুষ হত্যা এবং মাদক আমদানি, ব্যবসা বন্ধ করাসহ মাদক ব্যবসা একেবারে উচ্ছেদ চান তিনি।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বিএনপির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, কেন্দ্রীয় নেতা আবেদ রাজা, আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১