বাংলাদেশের খবর

আপডেট : ২৬ May ২০১৮

ওবায়দুল কাদের

ছাড় পাবে না রাঘব বোয়ালরাও

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংরক্ষিত ছবি


মাদকবিরোধী অভিযানের সঙ্গে জড়িত চুনোপুঁটি, রাঘব বোয়াল কেউই ছাড় পাবে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল শুক্রবার দুপুরে রূপগঞ্জ উপজেলার আধুরিয়া এলাকায় ফ্লাইওভার পরিদর্শন এবং আসন্ন ঈদ উপলক্ষে যানজট নিরসনে করণীয় নিয়ে মতবিনিময়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘দেশে সুনামির মতো মাদক ছড়িয়ে পড়েছে। মাদকের ব্যাপারে রাঘব বোয়াল, চুনোপুঁটি কাউকে ছাড় দেওয়া হবে না। তবে মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, মিয়ানমার একদিকে স্রোতের মতো রোহিঙ্গা পাঠিয়েছে, অন্যদিকে মাদকের স্রোত সুনামির মতো বাংলাদেশে এসেছে। মিয়ানমার শুধু রোহিঙ্গা পাঠায়নি, ইয়াবাও পাঠিয়েছে।

মন্ত্রী আরো বলেন, ‘তিস্তা চুক্তি ও রোহিঙ্গা বিষয়ে ভারত সরকারের সঙ্গে কথা বলেছি। এখন ভারতের সঙ্গে বাংলাদেশের যে সম্পর্ক রয়েছে, সমস্যাগুলো সমাধান হবে বলে আমি আশা করছি।’

তিনি বলেন, রমজান ও ঈদকে সামনে রেখে যানজট সহনীয় পর্যায়ে আনার লক্ষ্যে ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ নসিমন, করিমন চলাচল বন্ধ করতে হবে। সাধারণ মানুষের সুবিধার্থে আমিসহ কোনো ভিআইপি যদি আইন ভঙ্গ করেন তাদের বিরুদ্ধেও পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা নেবে।

মহাসড়কে চাঁদাবাজির বিষয়ে মন্ত্রী বলেন, কিছু সংখ্যক পুলিশ রয়েছে, যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। ওইসব পুলিশের সঙ্গে রাজনৈতিক নেতাকর্মীরাও জড়িত রয়েছে। কারো বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের প্রমাণ পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ভুলতা ফ্লাইওভারের প্রসঙ্গে তিনি বলেন, ভুলতা ফ্লাইওভারের প্রায় ৭০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। আর ৩০ ভাগ কাজ বাকি রয়েছে। আশা করছি আগামী অক্টোবর মাসে কাজ শেষ হবে।

নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক), নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ নজরুল ইসলাম বাবু, নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন এ সময় উপস্থিত ছিলেন।

 

 

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১