বাংলাদেশের খবর

আপডেট : ২৫ May ২০১৮

গাড়ি আমদানিতে ১৫ শতাংশ শুল্ক কমাবে চীন

গাড়ি আমদানিতে ১৫ শতাংশ শুল্ক কমাবে চীন সংগৃহীত ছবি


যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতার জেরে যাত্রীবাহী গাড়ি আমদানিতে ১৫ শতাংশ শুল্ক কমাবে চীন। এতে সুবিধা পাবে বিএমডব্লিউ, ফোর্ডের মতো যুক্তরাষ্ট্রভিত্তিক গাড়ি নির্মাতারা।

এক দশকেরও বেশি সময় ধরে চাইনিজরা গাড়ি আমদানিতে ২৫ শতাংশ কর দিয়ে আসছেন। নাম প্রকাশে অনিচ্ছুক সংশ্লিষ্ট সূত্রের বরাতে গতকাল ব্লুমবার্গ জানায়, চায়না ক্যাবিনেট স্টেট কাউন্সিল বর্তমান শুল্কহার কমানোর সিদ্ধান্ত নিয়েছে। গত মাসে ব্লুমবার্গ জানিয়েছিল, গাড়ি আমদানি শুল্ক ১০-১৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব নিয়ে কাজ করছে চীন। বাণিজ্যযুদ্ধ নিয়ে জটিলতা কাটাতেই গাড়ি আমদানিতে শুল্ক কমানো হচ্ছে বলে ধারণা বিশেষজ্ঞদের। চীন গাড়ি আমদানিতে শুল্ক কমালে শুধু যুক্তরাষ্ট্র নয়, উপকৃত হবে ইউরোপ ও এশিয়ার বিলাসবহুল গাড়ি নির্মাতারা। অন্যদিনে শুল্কহার খুব বেশি না কমানোয় চীনা নির্মাতাদের ওপরও এর প্রভাব পড়বে কম। জার্মানির প্রতিষ্ঠান ভক্সওয়াগনের অংশ অডি ১৯৯৬ সাল থেকে চীনে গাড়ি নির্মাণ করে আসছে। ২০১৬ সালে সাংহাইয়ে নিজস্ব কারখানা স্থাপন করেছে জেনারেল মোটরস। এখন যুক্তরাষ্ট্রভিত্তিক টেসলা চীনে স্থানীয় কারখানা স্থাপন না করা পর্যন্ত কম সুবিধা ভোগ করতে পারবে। তবে উচ্চ প্রযুক্তির গাড়ি নির্মাতারা চীনের শুল্ক কমানোয় কিছুটা লোকসানে পড়তে পারেন। কারণ খুব কম প্রতিষ্ঠানেরই চীনে গাড়ি উৎপাদন কারখানা আছে। চীন গত বছর ১২ লাখ ২০ হাজার যানবাহন আমদানি করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১