আপডেট : ২৪ May ২০১৮
করদাতাদের জন্য মূল্য সংযোজন কর (ভ্যাট) সেবা সহজ করতে ‘এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপ’ নামে মোবাইল অ্যাপ চালু করেছে ভ্যাটের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। এ অ্যাপ চালু করায় করদাতাগণ যেকোনো জায়গায় বসে দ্রুততার সঙ্গে সহজে সেবা নিতে পারবেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কিংবা এর অধীন কোনো কমিশনারেট বা অধিদফতর প্রথমবারের মতো মোবাইল অ্যাপ চালু করল। এলটিইউ-ভ্যাট মোবাইল অ্যাপ্লিকেশন এখন অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। শিগগিরিই এটি আইফোনে চালু হবে। এ বিষয়ে ভ্যাট এলটিইউ কমিশনার মো. মতিউর রহমান বলেন, এই অ্যাপস চালু হওয়ায় দেশের যেকোনো নাগরিক বা করদাতা এলটিইউ-ভ্যাট সম্পর্কে সহজে বিস্তারিত জানতে পারবেন। ব্যস্ত সময়ে যেকোনো স্থান থেকে খুব সহজেই এলটিইউ ভ্যাটের সেবা গ্রহণ করা যাবে। তিনি মনে করেন করবান্ধব পরিবেশ তৈরির ক্ষেত্রে অ্যাপটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, সম্প্রতি অ্যাপটি চালু করা হয়েছে। তবে এখন কেবলমাত্র অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহার করা যাচ্ছে। মতিউর রহমান বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে আইফোনে এখনো অ্যাপটি চালু করা সম্ভব হয়নি, তবে খুব শিগগিরিই চালু করা যাবে বলে আশা করছি।’ মোবাইল অ্যাপে-ভ্যাট আইন, বিধিমালা, সেবাগুলোর ব্যাখ্যা, ফরম ইত্যাদি অন্তর্ভুক্ত রয়েছে। যার মাধ্যমে সহজে আইন ও বিধিমালার যেকোনো ধারা ও বিধি দ্রুততার সঙ্গে জানা যাবে। এই অ্যাপ ব্যবহার করে গ্রাহকরা তাদের যেকোনো ধরনের মতামত জানাতে পারবেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১