আপডেট : ২৪ May ২০১৮
কেউ পাপের মাধ্যমে বড় হয় এবং কেউ পুণ্যের ভেতর দিয়ে পতিত হয়। —উইলিয়াম শেকসপিয়র ইংরেজ নাট্যকার জন্ম : ১৫৬৪ — মৃত্যু : ১৬১৬ একটি ছিদ্র একটি জাহাজকে ডুবিয়ে দেবে, একটি পাপ একজন পাপীকে ধ্বংস করে দেবে। —জন বানিয়ান ইংরেজ লেখক জন্ম : ১৬২৮ — মৃত্যু : ১৬৮৮ নির্বুদ্ধিতা ব্যতীত কোথাও পাপ নেই। —অস্কার ওয়াইল্ড আইরিশ নাট্যকার জন্ম : ১৮৫৪ — মৃত্যু : ১৯০০ পাপ যা-ই হোক না কেন, আত্মা নিষ্প্রভ হয়। —এন্ড্রু গাইড নোবেলজয়ী ফরাসি লেখক জন্ম : ১৮৬৯ — মৃত্যু : ১৯৫১ নীরব থাকা এবং নিজেকে পৃথক রাখা সব থেকে বড় পাপ। —এলিই উইসেল রোমানিয়ান-আমেরিকান লেখক জন্ম : ১৯২৮ — মৃত্যু : ২০১৬ পাপ এমনই বিষয় যা এখনই তোমার জীবনকে ধ্বংস করে দিতে পারে। —টিম কিলার আমেরিকান যাজক জন্ম : ১৯৫০
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১