আপডেট : ২৪ May ২০১৮
ঢাকাকে মাদকমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাদকবিরোধী অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা বাংলাদেশের দর্পণ ও প্রাণকেন্দ্র। ঢাকাকে মাদকমুক্ত ঘোষণা করতে চাই। তিনি বলেন, মাদকের আগ্রাসন আমাদের চিন্তায় ফেলেছে। প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার কথা বলেছেন। এরই ধারাবাহিকতায় মাদকবিরোধী অভিযান চলছে।’ স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একটি পরিবারে কেউ মাদকাসক্ত থাকলে সেই পরিবার হাড়ে হাড়ে টের পায় মাদকের ভয়াবহতা। মাদক নির্মূলে সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী বলেন, মাদক নির্মূল করতে সবার সহযোগিতা চাইছি। মাদককে “না” বলতে শিখতে হবে। যারা মাদক ব্যবসা করে, তাদের কোনো স্থান নেই।’ যেকোনো মূল্যে মাদকের আগ্রাসন থেকে মানুষকে রক্ষা করা হবে। আসাদুজ্জামান খান বলেন, গোয়েন্দারা মাদক ব্যবসায়ীদের তালিকা তৈরি করছেন। সে অনুযায়ী সবাইকে আইনের আওতায় আনা হবে। তাদের অবশ্যই শাস্তি পেতে হবে। মাদক সমস্যার সমাধানে পরিবারের ভূমিকার কথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আপনার ছেলে, মেয়ে, ভাই কী করছে, তা দেখবেন। যারা মাদক ব্যবসা করছে, তাদের তথ্য দেবেন। আমরা সবাই মিলে মাদকমুক্ত বাংলাদেশ গড়ার চেষ্টা করব।’ অনুষ্ঠানে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির যুগ্ম কমিশনার আবদুল বাতেনসহ পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১