আপডেট : ২৩ May ২০১৮
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। বুধবার এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন। ৩৪ বছর বয়সী এ ক্রিকেটার জানান, সেরা অবস্থাতে থাকতেই বিদায় নিতে চান তিনি। ভিডিও বার্তায় ডি ভিলিয়ার্স বলেন, ‘১১৪ টেস্ট, ২২৮ ওয়ানডে এবং ৭৮ টি-২০ ম্যাচ খেলার পর অবসর নেয়ার এটাই সঠিক সময়। অনেক হয়েছে এবং সত্যি বলতে আমি ক্লান্ত।’ তিনি আরো বলেন, ‘ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে চমৎকার দুটি সিরিজ জয়ের পর এটাই চলে যাওয়ার সঠিক সময় বলে মনে করছি।’ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ঘরোয়া লীগে খেলা চালিয়ে যাবেন বলে উল্লেখ করেন ডি ভিলিয়ার্স । টেস্ট ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার চতুর্থ সর্বোচ্চ রানের মালিক ডি ভিয়ার্সের সংগ্রহ ৮৭৬৫। ২২ সেঞ্চুরিসহ তার গড় রান ৫০.৬৬। সীমিত ওভারের ক্রিকেটে বিশ্ব র্যাংকিংয়ের দ্বিতীয় অবস্থানে থেকে অবসরে যাওয়া ডি ভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় সর্বোচ্চ রানেরও মালিক। ৫৩.৫০ গড়ে তার মোট রান ৯৫৭৭।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১