আপডেট : ২৩ May ২০১৮
তেহরানের ওপর ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার যুক্তরাষ্ট্রের হুমকির নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ। ছয় বিশ্বশক্তির সঙ্গে হওয়া চুক্তির পর যুক্তরাষ্ট্র ইরান থেকে যেসব নিষেধাজ্ঞা তুলে নিয়েছিলে সেগুলো পুনর্বহাল করা হবে বলে গত সোমবার হুমকি দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রয়টার্সের খবর। যুক্তরাষ্ট্র যে নিজেদের ব্যর্থ নীতির মধ্যেই বন্দি, তা মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর নেওয়া পদক্ষেপেই স্পষ্ট বুঝা যায় বলে মন্তব্য করেন জারিফ। তিনি হুশিয়ার করে বলেন, নিষেধাজ্ঞা দিলে ওয়াশিংটনকে এর পরিণতিও ভোগ করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতিবিষয়ক প্রধান ফেডেরিকা মোঘারিনিও যুক্তরাষ্ট্রের অবস্থানের সমালোচনা করেছেন বলে বিবিসি জানিয়েছে। ২০১৫-এর চুক্তি বাতিল করলে মধ্যপ্রাচ্য কীভাবে নিরাপদ হবে তা দেখাতে পম্পেও ব্যর্থ হয়েছেন বলেও মন্তব্য করেন মোঘারিনি। তিন বছর আগে স্বাক্ষরিত তেহরানের চুক্তির ‘বিকল্প নেই’ উল্লেখ করে তিনি বলেছেন, ইরান তার প্রতিশ্রুতি রক্ষা করলে ইউরোপও চুক্তিতে থাকতে বদ্ধপরিকর। বিষয়টি নিয়ে ইউরোপীয় মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের টানাপড়েনও চলছে। ইসরাইল পরমাণু চুক্তি থেকে যুক্তরাষ্ট্রের সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানালেও জার্মানি, যুক্তরাজ্য ও ফ্রান্স সমালোচনা করেছে এবং চুক্তির অংশীদার অন্য দুই দেশ রাশিয়া ও চীনকে নিয়ে চুক্তি বাঁচানোর চেষ্টা করছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১