আপডেট : ২৩ May ২০১৮
বিএসটিআই নিবন্ধন বাতিল করার পরও পাস্তুরিত দুধ বাজারজাত করে আসছিল আফতাব মিল্ক। ফলে গতকাল মঙ্গলবার আফতাব মিল্ককে এক লাখ টাকা জরিমানা করেন ঢাকা জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। রাজধানীর সেগুনবাগিচায় আফতাবের বিক্রয়কেন্দ্রে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। সে সময় বেশ কিছু প্যাকেটজাত দুধ ধ্বংসও করা হয়। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, নিবন্ধন বাতিলের পরও অনুমতি ছাড়া বিএসটিআইয়ের লোগো ব্যবহার করছিল আফতাব। আইন অনুযায়ী এর শাস্তি এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড। এ ছাড়া এখানে দুধ প্রক্রিয়াজাত পরিবেশ অপরিচ্ছন্ন দেখা যায়। মাছ ও মাংসের সঙ্গে এই দুধ প্রক্রিয়াজাত করা হচ্ছিল। পরীক্ষায় আফতাব মিল্ক নিম্নমানের হওয়ায় ২০১৭ সালের অক্টোবরে নিবন্ধন বাতিল করে বিএসটিআই।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১