আপডেট : ২৩ May ২০১৮
ট্রাক-লেগুনা সংঘর্ষে চার যাত্রী নিহত হয়েছেন। বগুড়া-নাটোর মহাসড়কের বীরগ্রামে বুধবার সকাল ৯ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরো আটজন আহত হয়েছেন। পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিজ মণ্ডল ঘটনাটি নিশ্চিত করেন। হতাহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। হতাহতরা সবাই লেগুনার যাত্রী ছিলেন। প্রত্যক্ষদর্শী এক পথচারী জানান, হতাহতরা সবাই একটি লেগুনায় করে নন্দীগ্রামের দিকে যাচ্ছিলেন। বীরগ্রামে কৃষি কলেজের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাকের সঙ্গে লেগুনাটির সংঘর্ষ হয়। এসময় আহতদের উদ্ধার করে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই চারজন মারা যান।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১