বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০১৮

জেদ্দায় ঢাকামুখী বিমানের জরুরি অবতরণ

নোজ গিয়ার না খোলায় উড়োজাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় খালেজ টাইমস


মদিনা থেকে ঢাকার পথে রওনা হওয়ার পর সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ যান্ত্রিক গোলযোগের কারণে জেদ্দায় জরুরি অবতরণ করেছে। উড়োজাহাজটিতে ১৪১ জন আরোহী ছিল বলে জানা গেছে।  

এয়ারবাস এ-৩৩০-২০০ উড়োজাহাজটি সোমবার স্থানীয় সময় রাত ১০টার দিকে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ বিমানবন্দরে জরুরি অবতরণ করে বলে খবর প্রকাশ করেছে সৌদি গেজেট। 

অবতরনের সময় নোজ গিয়ার না খোলায় উড়োজাহাজটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তাৎক্ষণিকভাবে যাত্রীদের সরিয়ে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বিমানবন্দরেই ৭০ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হলেও চারজনকে পাঠানো হয়েছে হেলথ সেন্টারে।

ওই উড়োজাহাজে ১৪১ জন যাত্রীর সঙ্গে ১০ জন ক্রু ছিলেন। 

সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের মুখপাত্র আবদুরাহমান আল-তাইয়েবকে বরাত দিয়ে সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, মদিনা থেকে রাত ৮টায় উড্ডয়নের পরপরই ফ্লাইট এসভি ৩৮১৮ এ হাইড্রলিক সিস্টেমে গোলযোগ ধরা পড়ে। ফলে পাইলট গতিপথ বদলে জেদ্দায় জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন।

দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্স কর্তৃপক্ষ একটি তদন্ত কমিটি গঠন করেছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির  মুখপাত্র।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১