আপডেট : ২২ May ২০১৮
জাতীয় পতাকা অবমাননা এবং মিথ্যা তথ্য দিয়ে জন্মদিন পালনের আলাদা দুই মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আইনজীবী। বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও সহিদুল করিমের ডিভিশন বেঞ্চে এ আবেদন করা হয়। এ নিয়ে তার বিরুদ্ধে ৬টি মামলার মধ্যে ৫টি মামলায় জামিন আবেদন করা হলো। আদালতে খালেদা জিয়ার পক্ষে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সঙ্গে ছিলেন ব্যারিস্টার কায়সার কামাল ও অ্যাডভোকেট মাসুদ রানা প্রমুখ। এর আগে কুমিল্লা ও নড়াইলের তিন মামলায় খালেদা জিয়া হাইকোর্টে জামিন আবেদন করেছেন। যা এখনো শুনানির অপেক্ষায় রয়েছে। এদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় জামিন পেলেও নাশকতাসহ ৬টি মামলায় গ্রেফতার থাকায় মুক্তি পাচ্ছেন না বেগম জিয়া।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১