আপডেট : ২২ May ২০১৮
র্যাব-১ ও পুলিশ সদস্যরা টঙ্গী বাজার ও গাজীপুরের বিভিন্ন স্থানে পৃথক অভিযানে ৪২ হাজার ১৩৫ পিস ইয়াবা টেবলেট, চারটি মোবাইল ফোন, আট কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, ১০০ লিটার চোলাই মদ, টাকাসহ ৫২ জনকে গ্রেফতার করেছেন। উদ্ধার করা মাদকের মূল্য ১ কোটি ২০ লাখ ৪০ হাজার ৫০০ টাকা। র্যাব-১-এর ভারপ্রাপ্ত অধিনায়ক মো. ইশতিয়াক আহমেদ জানান, গোপন খবর পেয়ে রোববার রাতে টঙ্গীবাজার এলাকায় অভিযান চালিয়ে নড়াইলের লোহাগড়া থানার মো. বায়েজিদ হোসেন (৪১) ও ফরিদপুরের রাজবাড়ীর মো. জাহাঙ্গীর আলমের স্ত্রী জাহানারা বেগমকে (৩৫) ইয়াবা বিক্রির সময় হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৪০ হাজার ১৩৫ পিস ইয়াবা, চারটি মোবাইল ফোন ও ১ হাজার ২৮০ টাকা জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে বায়েজিদ জানান, ২০০১ সালে টঙ্গী সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। ২০০২ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরি করেছেন। তবে নিয়োগ প্রক্রিয়া সঠিক না থাকায় তার চাকরি চলে যায়। পরে ২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত গার্মেন্টে চাকরি করেন তিনি। এরপর অল্প সময়ে অধিক অর্থ আয়ের অসৎ উদ্দেশ্যে ২০১৭ সালে ইয়াবা ব্যবসায় জড়ান। অন্য আসামি জাহানারা বেগম জানান, তার ভাই জাহিদের হাত ধরে মাদক ব্যবসায় আসে সে। জাহিদ বর্তমানে কাশিমপুর কারাগারে আছে। জাহিদ কারাগারে যাওয়ার পর মাদক ব্যবসায়ী সুমনের সহযোগিতায় মাদকের চালান এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানোর কাজ করছিল জাহানারা বেগম। এ ছাড়া একই রাতে গাজীপুরের বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবা টেবলেট, আট কেজি গাঁজা, ২০ বোতল ফেনসিডিল, ১০০ লিটার চোলাই মদসহ ৫০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছেন পুলিশ সুপারের কার্যালয়ের মো. মোমিনুল ইসলাম।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১