বাংলাদেশের খবর

আপডেট : ২২ May ২০১৮

আগামী বাজেট হবে তথ্যপ্রযুক্তি খাতবান্ধব : অর্থমন্ত্রী

আগামী বাজেট হবে তথ্যপ্রযুক্তি খাতবান্ধব : অর্থমন্ত্রী বেসিস


অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ২০১৮-১৯ অর্থবছরের বাজেট হবে তথ্যপ্রযুক্তি খাতবান্ধব। এ খাতের উন্নয়নের জন্য আগামী বাজেটে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হবে। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সঙ্গে গতকাল এক বৈঠকে এ কথা বলেন তিনি।

বৈঠকে আসন্ন বাজেটকে সামনে রেখে বেসিসের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর মধ্যে আছে সফটওয়্যার ও আইটি সেবার সঙ্গে সংশ্লিষ্ট বিদ্যমান কর, মূসক, শুল্ক এবং আইটি কোম্পানির জাতীয় রাজস্ব বোর্ড থেকে কর অব্যাহতি সনদ ইস্যু করা এবং অবিলম্বে ইইএফ ফান্ড চালু করা। এ ছাড়া স্থানীয়ভাবে বিভিন্ন প্রতিষ্ঠান যেন দেশীয় প্রতিষ্ঠানের তৈরি সফটওয়্যার ব্যবহার করে সে বিষয়ে সচেতনতা তৈরির বিষয়েও আহ্বান জানিয়েছে বেসিস।

বেসিসের এসব প্রস্তাবনা বিবেচনার আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী। তিনি জানান, বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে সরকারের সঙ্গে কাজ করছে সংগঠনটি। আগামী বাজেটে এ খাতের জন্য উপযোগী বাজেট ঘোষণা করা হবে।

বৈঠকের বিষয়ে বেসিসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফারহানা এ রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়ন এবং স্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর অগ্রাধিকার আগামী বাজেটে যেন প্রতিফলিত হয় সে দাবি আমরা তুলে ধরেছি। আমাদের প্রত্যাশা বাজেটে এর প্রতিফলন দেখতে পাব।’

বৈঠকে আরো উপস্থিত ছিলেন সংগঠনটির ভাইস প্রেসিডেন্ট শোয়েব আহমেদ মাসুদ, মুশফিকুর রহমান, পরিচালক মোস্তফা রফিকুল ইসলাম ও দিদারুল আলম সানি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১