আপডেট : ২১ May ২০১৮
দেশের বাজারে জাল নোট চক্রের তৎপরতা বেড়ে যাওয়ায় সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। ঈদ সামনে রেখে এ চক্র এরই মধ্যে তৎপর হয়ে উঠেছে। বাংলাদেশ ব্যাংক সংশ্লিষ্ট গোয়েন্দা বিভাগের কর্মকর্তাদের নিয়ে এ বিষয়ে বৈঠক করেছে। বৈঠকে গোয়েন্দারা জানান, ঈদ এলে বিপণিবিতান এলাকা, ফুটপাথ এমনকি বাস টার্মিনালগুলোকে ঘিরে জাল নোট চক্র মাঠে নামে। অজ্ঞতার কারণে এবং নোটের শনাক্তকরণ বৈশিষ্ট্য সম্পর্কে না জানার কারণে সাধারণ মানুষ প্রতারিত হয়ে থাকে। অনেক ব্যবসায়ী ও ক্রেতা এদের ফাঁদে পড়েন। তাই অবৈধ চক্রের হাত থেকে ব্যবসায়ী ও ক্রেতাদের রক্ষায় কয়েক বছর ধরে জাল নোট শনাক্তকারী মেশিন সরবরাহ ও আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে প্রতি বছর উদ্যোগ নেয় বাংলাদেশ ব্যাংক। এবারো ঈদের আগে এমন বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক সুলতান মাসুদ আহমেদ জানান, রমজান মাস এবং ঈদ এলে জাল নোট চক্র সক্রিয় হয়ে ওঠে। তাই ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে সতর্কতা প্রচার করতে। জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে ৫৬টি ব্যাংককে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের জাল ও অচল নোট প্রতিরোধ ও পর্যালোচনা কোষ বিভাগ থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট্যসংবলিত ভিডিও চিত্র ব্যাংকের সব শাখা, রাজধানীসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, ঢাকাসহ সারা দেশের বিভিন্ন স্থানে ভিডিও প্রচারের তারিখ ও স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো নির্দেশনায় বলা হয়েছে, ব্যাংকের শাখায় গ্রাহকদের বিনোদনের জন্য স্থাপিত টিভিতে ভিডিও চিত্রটি দেখাতে হবে। গ্রাহকের কাছ থেকে টাকা গ্রহণ, প্রদান ও এটিএম বুথে টাকা ফিডিং করার সময় জাল নোট শনাক্তকরণ মেশিন দিয়ে নোটগুলো পরীক্ষা করতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১