বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০১৮

হালদাপাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ

হালদা নদীতে মাছ ধরছেন জেলেরা সংরক্ষিত ছবি


হালদা নদীর পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ দিয়েছেন জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার। গতকাল রোববার সকাল ১০টায় হালদার অংশবিশেষ পরিদর্শন শেষে স্থানীয় প্রশাসনকে তিনি এ নির্দেশ দেন।

এ সময় মুজিবুর রহমান হাওলাদার সাংবাদিকদের বলেন, বিশেষজ্ঞ কমিটি দখল-দূষণ থেকে হালদা রক্ষায় একটি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে ২৩টি সুপারিশ বাস্তবায়নের কথা বলা হয়েছে। এসব সুপারিশ বাস্তবায়নে আমরা কাজ করছি। তবে প্রতিবেদনে উল্লেখ করা চিত্রের চেয়েও হালদার দখল-দূষণের বাস্তব চিত্র আরো ভয়াবহ।

অবৈধ দখলদাররা রাজনৈতিক পরিচয়ে প্রভাব বিস্তার করে নদীদূষণের মাধ্যমে আর্থিক ফায়দা নিচ্ছে বলে মন্তব্য করে নদীরক্ষা কমিশন চেয়ারম্যান বলেন, হালদাপাড়ের একটি ইটভাঁটাও প্রভাবশালী মহলের কারণে বন্ধ করতে পারেনি প্রশাসন। কারণ ইটভাঁটার মালিক একটি রাজনৈতিক দলের নেতা। আমরা তাদের অনুরোধ জানাই তারা যেন দেশের স্বার্থে, মানুষের স্বার্থে ইটভাঁটা সরিয়ে নেন।

মুজিবুর রহমান হাওলাদার আরো বলেন, হালদা নিয়ে সরকার সংবেদনশীল। এ নদীর দখল, দূষণ কোনোভাবেই সরকার বরদাশত করবে না। হালদাপাড়ের অবৈধ স্থাপনা ভেঙে দিতে হবে। এর আগে তিনি স্পিডবোটে চড়ে হালদা নদীর দক্ষিণ মাদার্শা, উত্তর মাদার্শা, মোহরা ও কালুরঘাট অংশ পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় নদীরক্ষা কমিশনের সদস্য মো. আলাউদ্দিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হালদা রিসার্চ ল্যাবরেটরির সমন্বয়ক ও প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মনজুরুল কিবরিয়া, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দেলোয়ার হোসেন, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেডের মেজর নুর জামান, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার বড়ুয়া ও হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতারুন্নেছা শিউলী প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১