আপডেট : ২১ May ২০১৮
নারায়ণগঞ্জে দাফনের আট মাস পর পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদের লাশ কবর থেকে ফের ওঠানো হয়েছে। আদালতের নির্দেশে পুলিশ ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে গতকাল রোববার বিকালে আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া এলাকার কবরস্থান থেকে ওই লাশ ওঠানো হয়। রুবেল উপজেলার কালাপাহাড়িয়া গ্রামের রূপ মিয়ার ছেলে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল ইসলাম বলেন, ময়নাতদন্তের জন্য আদালতের নির্দেশে ওই পুলিশ কনস্টেবলের লাশ কবর থেকে ওঠানো হয়েছে। ২০১৭ সালের ১ সেপ্টেম্বর ঈদের আগের দিন এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে কালাপাহাড়িয়ায় ক্ষমতাসীন দলের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষে ঈদের ছুটিতে বাড়িতে আসা ডিএমপির কাউন্টার টেরোরিজম ইউনিটের পুলিশ কনস্টেবল রুবেল মাহমুদ সুমন নিহত হন। এ ঘটনায় নিহতের বড় ভাই কামাল হোসেন বাদী হয়ে কালাপাহাড়িয়া ইউনিয়ন চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম স্বপন, যুবলীগের সাংগঠনিক সম্পাদক কালামসহ ৩২ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০-২৫ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ৯ এপ্রিল বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মোহসিনের আদালত নতুন করে ময়নাতদন্তের নির্দেশ দেন। বাদীপক্ষের আইনজীবী সোলেমান মিয়া জানান, সম্প্রতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে রুবেল মাহমুদ সুমনের ময়নাতদন্তের রিপোর্ট আসে। এ রিপোর্টে উল্লেখ করা হয়, নিহতের শরীরে সাতটি আঘাত রয়েছে। অথচ সুরতহাল রিপোর্টে পুলিশ উল্লেখ করেছে ১৫টি আঘাত। এর মধ্যে চিকিৎসক আটটি আঘাত বাদ দিয়ে ময়নাতদন্ত রিপোর্ট দিয়েছেন। এ কারণে ফের ময়নাতদন্তের নির্দেশ দেন আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১