বাংলাদেশের খবর

আপডেট : ২১ May ২০১৮

মডেল হত্যা মামলা

নতুন বিপাকে নাজিব রাজাক

নাজিব রাজাক ইন্টারনেট


দুর্নীতি তদন্তের মধ্যেই মডেল হত্যা মামলা নিয়ে নতুন করে বিপাকে পড়তে যাচ্ছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক। ২০০৬ সালের ১৮ অক্টোবর কুয়ালালামপুরে খুন হয়েছিলেন এক মঙ্গোলিয়ান মডেল। সেই খুনের তদন্ত পুনরায় শুরু হওয়ার সম্ভাবনা চিন্তা বাড়িয়েছে নাজিবের। খবর দ্য স্ট্রেইট টাইমস।

মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট মালয়েশিয়ার নতুন সরকারের কাছে ওই খুনের নতুন তদন্তের আহ্বান জানিয়েছেন। নিজ বাড়িতে তল্লাশির পর এমনিতেই চাপের মুখে রয়েছেন নাজিব। তার মধ্যে মডেল হত্যা মামলা যেন গোদের ওপর বিষফোঁড়ার মতোই। 

১২ বছর আগে মালয়েশিয়ায় খুন হন মঙ্গোলিয়ার মডেল সারিবু আলতানতুইয়া (২৮)। ২০১৫ সালে ওই হত্যাকাণ্ডের রায়ে পলাতক দুই পুলিশ সদস্যকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। এই দুজনই এক সময় নাজিবের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। মামলা চলাকালে জামিন নিয়ে তারা অস্ট্রেলিয়ায় পালিয়ে যান। দুই পুলিশকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও এখনো ওই খুনের নির্দেশ দাতার সন্ধান পাওয়া যায়নি।

মালয়েশিয়ার নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে লেখা চিঠিতে এই হত্যাকাণ্ড পুনঃতদন্তের আহ্বান জানিয়েছেন মঙ্গোলিয়ার প্রেসিডেন্ট খালতমাজিন বাত্তুলগা। ৯২ বছর বয়সী মাহাথিরকে পাঠানো চিঠিটি নিজের অফিশিয়াল ওয়েবসাইটে পোস্ট করেছেন তিনি। আলতানতুইয়া খুনের সময়ে মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী ছিলেন নাজিব রাজাক। ধারণা করা হয়, তার আত্মীয় ও এক সময়ের ঘনিষ্ঠ আবদুল রাজাক বাগিন্দার সঙ্গে ওই মডেলের সম্পর্ক ছিল। ওই মডেল তার অনুবাদক ও পরামর্শক হিসেবে কাজ করতেন।

নাগরিক অধিকার গ্রুপগুলোর অভিযোগ ফরাসি জাহাজ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ডিসিএনএসের কাছ থেকে ২০০২ সালে মালয়েশিয়ার জন্য দুটি সাবমেরিন ক্রয়ের চুক্তি করেন। সেসময়ে নাজিবের সহকারী বাগিন্দার অনুবাদক হিসেবে কাজ করেন আলতানতুইয়া। অভিযোগ রয়েছে ওই চুক্তির সময় ঘুষ নিয়েছিলেন নাজিব। তবে আলতানতুইয়াকে চেনা বা ওই চুক্তির সময়ে ঘুষ নেওয়ার সঙ্গে সংশ্লিষ্টতার যাবতীয় অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন নাজিব।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১