আপডেট : ২০ May ২০১৮
তেল ছাড়া শুধু বাতাস বা পানি ব্যবহার করেই চালানো যাবে মাটি কাটার মেশিন এক্সকাভেটর। অবিশ্বাস্য শোনালেও অভিনব এই প্রযুক্তি উদ্ভাবন করেছে নেত্রকোনার দুর্গাপুরের সাধুপাড়া গ্রামের শামছুল হকের মাত্র ১০ বছর বয়সী ছেলে মো. শাহরিয়ার। সে দুর্গাপুর পৌরশহরের দ্য চাইল্ড প্রিপারেটরি স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। অসাধারণ এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে আজ রোববার তাকে সংবর্ধনা দেওয়া হবে স্কুলটির পক্ষ থেকে। গতকাল শনিবার বিকালে কথা হয় শাহরিয়ারের সঙ্গে। সে জানায়, ডিজেলের পরিবর্তে বাতাস বা পানি ব্যবহার করে এক্সকাভেটর মেশিন চালাতে হলে পাইপের সঙ্গে ইঞ্জিন রুমের সংযোগ স্থাপন করতে হবে। সংযোগটি হবে স্যালাইন সরবরাহের পাইপের মতো পাইপ দিয়ে। এরপর ইঞ্জিন রুমে সেসব পাইপ দিয়ে সিরিঞ্জের মাধ্যমে পানি বা বাতাস ব্যবহার করলেই মেশিন চলবে। তবে এ ক্ষেত্রে বাতাসের চেয়ে পানি ব্যবহার উত্তম। কেননা একবার পানি দিলে মেশিন চলে অনেকক্ষণ। বাতাসে ততটা নয়। শাহরিয়ার জানায়, দু’মাস আগে ইউটিউবে বিভিন্ন উদ্ভাবন দেখে তার মাথায় আসে তেল ছাড়া পানি দিয়ে এক্সকাভেটর মেশিন চালানোর বিষয়টি। তারপর অল্পদিনের চেষ্টায় সফল হয় সে। যন্ত্রটি গত মাসে স্থানীয় উপজেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞানমেলায় প্রদর্শন করা হয়। তাছাড়া সম্প্রতি তার নিজের স্কুল মাঠেও এটি দেখানো হয় বলে জানায় শাহরিয়ার। স্কুলের শিক্ষক সাইফুল ইসলাম জানান, শাহরিয়ারের উদ্ভাবিত তেল ছাড়া পানি বা বাতাস ব্যবহার করে এক্সকাভেটর চালানোর বিষয়টি আমরা দেখেছি। অসাধারণ এই উদ্ভাবনের স্বীকৃতি হিসেবে আমাদের স্কুলের পক্ষ থেকে আজ রোববার তাকে সংবর্ধনা দেওয়া হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১