আপডেট : ১৮ May ২০১৮
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ত্রিপুরাপল্লী থেকে দুই তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় সুকল্পি ত্রিপুরা ও ছবি রানী ত্রিপুরা নামে দুই বান্ধবীর মরদেহ একটি বাসা থেকে উদ্ধার করা হয়। দুই বান্ধবীর মৃত্যু কীভাবে হলো সে বিষয়ে এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। সীতাকুণ্ড থানার এসআই জয়নাল আবেদীন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সন্ধ্যায় তারা পৌর সদরের ত্রিপুরাপল্লীতে যান। সেখানে ছবিদের ঘরে দুই বান্ধবীর মরদেহ শোয়ানো অবস্থায় পান। তিনি বলেন, ‘ছবির ছোট ভাই জানিয়েছে, ঘরে মরদেহ দুটো ঝুলন্ত অবস্থায় ছিল। পরে নামানো হয়েছে।’ খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে যান বলে জানান তিনি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১