বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০১৮

প্রথম নারী পরিচালক পেল সিআইএ

সিআইএর প্রথম নারী পরিচালক হিসেবে মনোনিত হয়েছন জিনা হ্যাসপল ছবি সংরক্ষিত


যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর প্রথম নারী পরিচালক হিসেবে জিনা হ্যাসপলকে অনুমোদন দিয়েছে দেশটির সিনেট।

স্থানীয় সময় বৃহস্পতিবার ৫৪-৪৫ ভোটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মনোনীত হ্যাসপেলকে মনোনিত করেন দেশটির সিনেট সদস্যরা।

৬১ বছর বয়সী হ্যাসপল ৯/১১ হামলার পর ২০০২ সালে থাইল্যান্ডে সিআইএর এক বন্দিশিবিরের দায়িত্বে ছিলেন।  ওই বন্দিশিবিরে ওয়াটারবোর্ডিংয়ের মত বিতর্কিত পদ্ধতি প্রয়োগের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

সিআইএ পরিচালক মাইক পম্পেও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেলে সংস্থাটির উপ-পরিচালক হিসেবে জিনা হ্যাসপলকে মনোনয়ন দেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বিরোধী দল পাশাপাশি ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির কয়েকজন সিনেটরও হ্যাসপলের ভূমিকা নিয়ে সমালোচনা করে আসছিলেন। তবে ডেমোক্রেটিক দলের ছয় সিনেটর দলের অবস্থানের বাইরে গিয়েই হ্যাসপলের মনোনয়নের পক্ষে ভোট দেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১