আপডেট : ১৭ May ২০১৮
রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় মেয়র হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় ইংরেজি দৈনিক ঢাকা ট্রিবিউনের বিজ্ঞাপন বিভাগের এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত কর্মকর্তার নাম নাজিম উদ্দিন (৩২)। তিনি ঢাকা ট্রিবিউন সংবাদপত্রের বিজ্ঞাপন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কর্মরত ছিলেন। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল ক্যাম্প পুলিশ ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন। ঢাকা ট্রিবিউনের প্রশাসনিক কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, মেয়র হানিফ ফ্লাইওভারে একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী নাজিম উদ্দিন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১