আপডেট : ১৭ May ২০১৮
যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ে আগ্নেয়গিরি মাউন্ট কিলাউয়ায় নির্গত লাভার বিস্ফোরণে সৃষ্ট ধোঁয়ার মেঘে ছেয়ে গেছে আকাশ। এ কারণে দ্বীপটির আকাশপথে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ১২ দিন আগে এই দ্বীপে অগ্ন্যুৎপাত শুরু হয়। খবর বিবিসি। অগ্নেয়গিরি থেকে নির্গত ধোঁয়া কিলাউয়ার জ্বালামুখ থেকে ১২ হাজার ফুট ওপরে উঠে আসে। এটা ক্রমশ দক্ষিণ-পশ্চিম দিকে ছড়িয়ে পড়তে থাকে। ধোঁয়ার ফলে আশপাশের এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশ বিরাজ করছে। ন্যাশনাল ওশানিক অ্যান্ড অ্যাটমোসফেয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন জানায়, দ্বীপের বাতাসের গতি পরিবর্তনের আশঙ্কা রয়েছে। এ ছাড়া ধোঁয়া আরো ঘনীভূত হয়ে উঠতে পারে। হাওয়াইয়ান ভলকানো অবজারভেটরির বিবৃতিতে বলা হয়, পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে। গত ১২ দিনে অগ্নেয়গিরি থেকে নির্গত লাভা ৩৭টি বাড়িঘর ধ্বংস করেছে। নিরপাদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে প্রায় দুই হাজার বাসিন্দাকে। গত কয়েক দিন ধরে আগ্নেয়গিরিটির আশপাশে অন্তত একশ ভূমিকম্প আঘাত হেনেছে। এ থেকে সৃষ্টি হচ্ছে নতুন নতুন জ্বালামুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১