বাংলাদেশের খবর

আপডেট : ১৭ May ২০১৮

আজ ‘আলগা সিদ্দিক’

‘আলগা সিদ্দিক’ নাটকের দৃশ্য সংরক্ষিত ছবি


মেধাবী ও ক্ষুরধার প্রতিভার অধিকারী সিদ্দিক। ছোটবেলায় টাইফয়েড হওয়ার কারণে মাথায় টাক পড়ে গেছে। এ কারণে তাকে প্রতিনিয়ত বিড়ম্বনায় পড়তে হয়। প্রেমিকা চুমকির সঙ্গে পরচুলা পরে দেখা করতে গেলে একদিন পড়তে হয় আরেক বিড়ম্বনায়। খোকন তার পরচুলা নিয়ে দৌড় দেয়। চুমকির বাবার সঙ্গে সিদ্দিক চ্যালেঞ্জ করে ৩০ দিনে চুল গজানোর। কিন্তু লাভ হয় না। এখানেই গল্পের শেষ হয় না। চলতে থাকে।

দয়াল সাহার রচনা ও সজীব মাহমুদের পরিচালনায় এমন একটি গল্প নিয়েই তৈরি হয়েছে একক নাটক ‘আলগা সিদ্দিক’। অভিনয় করেছেন মীর সাব্বির, প্রসূন আজাদ, রিফাত চৌধুরী প্রমুখ।

আরটিভিতে ফান অ্যান্ড এন্টারটেইনমেন্ট টাইমের একক নাটক হিসেবে এটি প্রচারিত হবে আজ রাত ৮টায়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১