আপডেট : ১৭ May ২০১৮
পবিত্র মাহে রমজানে স্টার লাইন ফুড প্রোডাক্টস আয়োজন করেছে ইফতারের রান্নাবিষয়ক অনুষ্ঠানের। ‘রকমারি ইফতার’ শিরোনামের অনুষ্ঠানটি প্রচার হবে প্রথম রমজান থেকে প্রতিদিন বিকাল ৪টা ৪৫ মিনিটে এসএ টিভির পর্দায়। সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত ইফতারের রান্নাবিষয়ক এ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন বিশিষ্ট রন্ধনবিদ জেবুন্নেসা বেগম। দেশের বিশিষ্ট রন্ধনশিল্পীদের রকমারি ইফতার নিয়ে সাজানো হয়েছে এই অনুষ্ঠান। অনুষ্ঠানটির প্রযোজক আবু জাফর রায়হান। অনুষ্ঠানটি সম্পর্কে প্রযোজক বলেন, ‘রমজানে প্রতিটি চ্যানেলেই ইফতারবিষয়ক একটি প্রোগ্রাম থাকে। তারই অংশ হিসেবে আমাদের এই অনুষ্ঠান। ভিন্নধর্মী সুস্বাদু ইফতার রেসিপি নিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। প্রতিটি পর্বে আলাদা আলাদা রন্ধনশিল্পীরা তাদের রেসিপি তৈরি করবেন। আশা করি অনুষ্ঠানটি সবার ভালো লাগবে।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১