বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০১৮

স্বপ্নভঙ্গ গুয়েরেরোর

পেরুর অধিনায়ক পাওলো গুয়েরেরো ইন্টারনেট


ডোপিং নিষেধাজ্ঞা ৬ মাস থেকে বাড়িয়ে ১৪ মাস হওয়ায় রাশিয়া বিশ্বকাপে খেলতে পারছেন না পেরুর অধিনায়ক পাওলো গুয়েরেরো। বিশ্বের সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস (সিএএস) সোমবার এই তথ্য নিশ্চিত করেছে।

অক্টোবরে আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের পরে গুয়েরেরোর শরীরে কোকেনের অস্তিত্ব ধরা পড়ে। যে কারণে ফিফা তাকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছিল। কিন্তু আপিলে তা ছয় মাসে কমিয়ে আনা হয়। এর ফলে বিশ্বকাপ শুরুর মাত্র ১০ দিন আগে তার এই নিষেধাজ্ঞার সময় শেষ হওয়ার কথা ছিল। এদিকে বিশ্ব অ্যান্টি-ডোপিং এজেন্সির অনুরোধে সিএএস আপিলের সিদ্ধান্ত আংশিকভাবে স্থগিত করে।

সিএএসের একটি প্যানেল সব কিছু যাচাই-বাছাই করে গুয়েরেরোর দোষের মাত্রা নিরিখে শেষ পর্যন্ত তাকে ১৪ মাসের নিষেধাজ্ঞা দিয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১