আপডেট : ১৬ May ২০১৮
পবিত্র রমজান মাস বৃহস্পতিবার নাকি শুক্রবার শুরু হবে তা জানা যাবে আজ বুধবার সন্ধ্যায়। রমজানের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ সন্ধ্যায় সভায় বসবে জাতীয় চাঁদ দেখা কমিটি। ধর্মবিষয়ক মন্ত্রী ও কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনে সভা অনুষ্ঠিত হবে। গতকাল মঙ্গলবার বিকালে ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মুহাম্মদ নিজাম উদ্দিন এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, বুধবার সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেলে বৃহস্পতিবার থেকে রোজা শুরু হবে। সেক্ষেত্রে বুধবার রাতেই তারাবির নামাজ পড়ে শেষ রাতে প্রথম সাহরি খাবেন ধর্মপ্রাণ মুসলমানরা। বুধবার চাঁদ দেখা না গেলে রমজান মাস গণনা শুরু হবে শুক্রবার থেকে। এদিকে বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেলে তা ৯৫৫৯৪৯৩, ৯৫৫৯৬৪৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭ টেলিফোন নম্বর এবং ৯৫৬৩৩৯৭, ৯৫৫৫৯৫১ ফ্যাক্স নম্বর বা অন্য কোনো উপায়ে জানানোর জন্য অনুরোধ জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১