আপডেট : ১৬ May ২০১৮
বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেছেন, সরকার এখন উলঙ্গ হয়ে গেছে। তাদের আর লজ্জা-শরমের কোনো বালাই নেই। তারা এখন ন্যায়-অন্যায়, নীতি-নৈতিকতা নিয়ে ভাবে না। গতকাল জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে জিয়া সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নোমান বলেন, খুলনা সিটি করপোরেশন নির্বাচন প্রমাণ করেছে নির্বাচন কমিশন (ইসি) সরকারের আজ্ঞাবহ। তারা জনগণের পক্ষে নয়, গণতন্ত্রের পক্ষে নয়। এই নির্বাচনের পর পর্যালোচনা করে বিএনপিকে নতুন কর্মকৌশল নির্ধারণ করতে হবে। কেসিসি নির্বাচনের পর ইসির ওপর কতটা আস্থা রাখা যায় তা চিন্তা করতে হবে। সরকারের সমালোচনা করে তিনি বলেন, স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করতেই নির্লজ্জের মতো সংবিধানে প্রদত্ত জনগণের অধিকারকে পদদলিত করছে। গুম-খুনের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করে জনগণের মুখ তালাবদ্ধ করতে চাচ্ছে। সরকার ভুলে গেছে জনস্রোতের কাছে কোনো স্বৈরাচারই টিকে থাকতে পারে না। সংগঠনের সভাপতি মো. হাসানুল ইসলাম রাজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরো বক্তব্য দেন সাবেক মন্ত্রী গৌতম চক্রবর্তী, বাংলাদেশ ন্যাপ মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, বিএনপির নির্বাহী সদস্য রফিক শিকদার প্রমুখ।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১