আপডেট : ১৬ May ২০১৮
ইসলামের বহু নিশানা ও স্থাপনার প্রাণকেন্দ্র ফিলিস্তিনের জেরুজালেমে ইসরাইল আজান নিষিদ্ধ করে বর্বরতার পরিচয় দিয়েছে। বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ গতকাল মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই অভিমত ব্যক্ত করেন। আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, মুসলিম বিশ্ব ইসরাইলের আচরণে হতবাক, ক্ষুব্ধ। ১৯৬৭ সালে ইসরাইল অবৈধ পন্থায় জেরুজালেম দখল করে নিয়েছিল। আজ আমেরিকা নিষ্ঠুরভাবে ইসরাইলকে সহযোগিতা করে যাচ্ছে। মুসলিম বিশ্বকে ফিলিস্তিন রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, ফিলিস্তিন-গাজা-জেরুজালেম রক্ষা পেলে বিশ্বে মুসলমানদের নেতৃত্ব প্রতিষ্ঠিত হবে। জেরুজালেমে শাহাদত বরণকারীদের প্রতি শোক জানিয়ে ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, বিশ্ব নেতৃত্বকে মুখ ফিরিয়ে রাখলে চলবে না। ফিলিস্তিনি সঙ্কট দ্রুত সমাধানের জন্য মুসলিম নেতাদের এগিয়ে আসা উচিত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১