বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০১৮

পরকীয়াকে প্রশ্রয় নয়

অভিনেত্রী মোনালিসা সংরক্ষিত ছবি


ওপার বাংলার জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’। সিরিজের প্রথম সিজনে দর্শকের মনে দাগ কেটেছিল উমা বৌদি। এবারের সিজনে যুক্ত হচ্ছেন ‘ঝুমা বৌদি’। এরই মধ্যে কয়েক পর্বের শুটিং শেষ হয়েছে বলে জানা গেছে। দ্বিতীয় সিজন প্রচারের আগেই আলোচনায় ঝুমা বৌদি অর্থাৎ মোনালিসা।

পরকীয়া সম্পর্কে ভারতীয় একটি সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তিনি। প্রতিবেদকের প্রশ্নে তিনি বলেন, ‘এক-একজন মানুষের দৃষ্টিভঙ্গি এক-এক রকম। অধিকাংশই অবশ্য পরকীয়াকে সমর্থন করেন না। কিন্তু তারপরও এ ধরনের সম্পর্ক হঠাৎ তৈরি হতে পারে। সবটাই নির্ভর করছে একটা বিবাহিত সম্পর্ক কতটা সুখের, তার সঙ্গে জড়িয়ে থাকা মানুষ কতটা সুখী তার ওপর।’

এ নিয়ে কারো দিকে আঙুল তোলার কোনো অধিকার নেই উল্লেখ করে তিনি আরো বলেন, ‘আমার মনে হয় পরকীয়া সম্পর্ককে প্রশ্রয় দেওয়াটা ঠিক নয়। সঙ্গীর সম্পর্কে অনুভূতিটা যেমনই হোক না কেন, সেটা না লুকিয়ে, খোলাখুলি কথা বলাই ভালো।’

বয়সে ছোট ছেলেদের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘বয়সে ছোট ছেলেদের প্রেমে অবশ্যই পড়া যায়। তেমন কাউকে ভালো লাগতেই পারে, বয়সটা কোনো ফ্যাক্টরই নয়। সবকিছু বাদ দিয়ে, ভালো লাগার অনুভূতিটাই সেখানে প্রধান। বয়সে ছোট ছেলেদের সঙ্গে প্রেম করাটা নিশ্চয়ই দারুণ ব্যাপার।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১