আপডেট : ১৬ May ২০১৮
রন্ধনবিশেষজ্ঞ কেকা ফেরদৌসীর উপস্থাপনা ও পরিচালনায় ইফতার অনুষ্ঠান ‘মনোহর ইফতার’। রমজানজুড়ে চ্যানেল আইয়ের পর্দায় প্রচার হবে অনুষ্ঠানটি। প্রতিদিন ইফতারের আগে প্রচার হবে অনুষ্ঠানটি। বাংলাদেশের টেলিভিশনের ইতিহাসে ইফতার নিয়ে সর্বপ্রথম ধারাবাহিক অনুষ্ঠান এটি। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা করছে ইউনিলিভারের ‘ভিম’। প্রতিষ্ঠালগ্ন থেকে পবিত্র রমজানে চ্যানেল আই ধারাবাহিকভাবে ‘মনোহর ইফতার’ অনুষ্ঠানটি সম্প্রচার করে আসছে। এবার ২০ বছর পূর্তি করতে যাচ্ছে অনুষ্ঠানটি। অনুষ্ঠানে কেকা ফেরদৌসীর বিভিন্ন রেসিপির পাশাপাশি থাকছে পুষ্টিবিদদের ইফতার ও খাদ্যবিষয়ক পরামর্শ। অনুষ্ঠানের প্রতিটি পর্বে অংশ নেবেন বিভিন্ন অঙ্গনের একজন তারকাশিল্পী। তাদের মধ্যে রয়েছেন— দিলারা জামান, ইমদাদুল হক মিলন, কুসুম সিকদার, মেহরীন, নূসরাত ফারিয়া, শাহনাজ বেলীসহ অনেকে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১