বাংলাদেশের খবর

আপডেট : ১৫ May ২০১৮

খুলনায় নৌকার জয়

কেসিসি নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারিভাবে জয়ী হয়েছেন ছবি : বাংলাদেশের খবর


খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী তালুকদার আবদুল খালেক বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন এক লাখ ৭৬ হাজার ৯০২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির নজরুল ইসলাম মঞ্জু পেয়েছেন এক লাখ ৮ হাজার ৯৫৬ ভোট। 

কেসিসি নির্বাচনে ২৮৯টি কেন্দ্রের মধ্যে দুটিতে ভোট হয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। চার লাখ ৯৩ হাজার ৯৩ জন ভোটারের মধ্যে এই দুই কেন্দ্রে ভোটার ছিল প্রায় তিন হাজার।  মঙ্গলবার ভোট শেষে সব কেন্দ্রের আগে বেসরকারি ফলও পাওয়া যায় এই দুই কেন্দ্রের।  ভোট দেওয়ার অভিজ্ঞতায় দারুণ খুশি ভোটাররা; ঝামেলা ছাড়া সহজে ভোট নিতে পেরে স্বস্তিতে নির্বাচনী কর্মকর্তারাও।

খুলনায় খালেক নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। অন্যদিকে মঞ্জু ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন।

খুলনায় মোট ভোটকেন্দ্র ২৮৯টি। এর মধ্যে অনিয়মের কারণে তিনটি কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১