আপডেট : ১৫ May ২০১৮
খুলনা সিটি করপোরেশন নির্বাচনে ভোট শেষে চলছে গণনার প্রস্তুতি। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। পর্যায়ক্রমে প্রতিকেন্দ্রের ফলাফল ঘোষণা করবেন রিটার্নিং অফিসার। সকাল থেকে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন চললেও বিশৃঙ্খলার অভিযোগে দুটি কেন্দ্রে ভোট স্থগিত করা হয়েছে। তাছাড়া অন্তত ৩০টি কেন্দ্রে অনিয়মের অভিযোগ এনেছেন বিএনপির মেয়র প্রার্থী। সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে বিরতিহীন ভোটগ্রহণ। তবে ভোটারদের উপস্থিতি কিছুটা কম হয়েছে বলে মনে করছেন নির্বাচন কর্মকর্তারা। তিবে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তুষ্ট ভোটাররা। নগরীর উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান তারা। এক নজরে খুলনা সিটি নির্বাচন # ওয়ার্ড: সাধারণ ওয়ার্ড ৩১টি, সংরক্ষিত ওয়ার্ড ১০টি।
এদিকে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় ছিলো বলে দাবি করছে আওয়ামী লীগ । ভোট নির্বিঘ্ন করতে মোতায়েন ছিলেন র্যাব, পুলিশ, বিজিবি ও আনসারসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য।
# প্রতিদ্বন্দ্বী: মেয়র পদে ৫ জন, সাধারণ কাউন্সিলর পদে ১৪৮ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৩৯ জন।
# কেন্দ্র ও ভোটকক্ষ: ২৮৯টি ভোট কেন্দ্র, তাতে ভোট কক্ষ ১৫৬১টি।
# ভোটার: ৪ লাখ ৯৩ হাজার ৯৩ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৪৮ হাজার ৯৮৬ জন ও মহিলা ২ লাখ ৪৪ হাজার ১০৭ জন।
# ইভিএম ভোটার: ইভিএমে ভোট হয় দুই কেন্দ্রে। ঐ দুই কেন্দ্রে ভোটার ছিলেন তিন হাজারের মত।
# কাউন্সিলর: কাউন্সিলর প্রার্থী ৩৮ জন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১