বাংলাদেশের খবর

আপডেট : ১৪ May ২০১৮

মাতৃত্বকালীন ভাতা বাড়ছে আসন্ন বাজেটে

মাতৃত্বকালীন ভাতা বাড়ছে বাজেটে প্রতীকী ছবি


‘আসন্ন বাজেটে মাতৃত্বকালীন ভাতা ৬০ শতাংশ বাড়ছে। পাশাপাশি নতুন অর্থবছরে ৮০০ টাকা করে পাবেন সুবিধাভোগী মায়েরা। বর্তমানে এই ভাতার পরিমাণ ৫০০ টাকা। আর দুই বছরের পরিবর্তে এই সুবিধা দেওয়া হবে তিন বছর। মায়েদের দারিদ্র্য বিমোচনে স্বপ্ন প্যাকেজ কার্যক্রমেরও সম্প্রসারণ করা হবে।’

রোববার রাজধানীতে বেসরকারি সংস্থা ডরপ ও দৈনিক যুগান্তরের যৌথ উদ্যোগে বিশ্ব মা দিবস উপলক্ষে ‘বাংলাদেশে মা দিবসের ১৩ বছর : টেকসই উন্নয়নে মায়ের স্বপ্ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের মোট জনগোষ্ঠীর অর্ধেকই নারী। এই অর্ধেক জনগোষ্ঠীকে উন্নয়নের মূলধারায় নিয়ে আসতে না পারলে জাতীয় উন্নয়ন হবে না। এ জন্য মায়ের যত্ন নিতে হবে। গর্ভকালীন সেবা-পুষ্টি নিশ্চিত করতে হবে।’

যুগান্তরের সহকারী সম্পাদক মাহবুব কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। কবি ও লেখক আফরোজা সোমার সঞ্চালনায় এতে আরো অংশ নেন ডরপের চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার, মনোবিজ্ঞানী ও লেখক ড. আনোয়ারা সৈয়দ হক, বাংলা একাডেমির পরিচালক শাহিদা খাতুন প্রমুখ।

মূল বক্তব্যে ডরপের প্রতিষ্ঠাতা এএইচএম নোমান বলেন, আমরা বিশ্ব মা দিবসে ২০০৫ সালে মাতৃত্বকালীন ভাতা দেওয়ার মাধ্যমে মা দিবস উদযাপন শুরু করি, যা এখন সরকার সারা দেশে বাস্তবায়ন করছে। ডরপ উদ্ভাবিত ‘স্বপ্ন প্যাকেজ’ কার্যক্রম উন্নয়ন মডেলটি সরকার ইতোমধ্যে পাইলট আকারে দেশের সাতটি বিভাগের ১০টি উপজেলায় বাস্তবায়ন করেছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১