আপডেট : ১৪ May ২০১৮
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় শহর জালালাবাদে গতকাল রোববার একটি সরকারি ভবনে বোমা হামলায় ছয়জন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। হামলার পর সন্ত্রাসীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়ও হয় বলে রয়টার্সের খবরে জানানো হয়। প্রদেশের হিসাবরক্ষণ দফতরের ভবনটিতে হামলার শুরুতেই তিনটি বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলাটিকে সমন্বিত আক্রমণ বলে জানিয়েছেন নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আয়াতুল্লাহ খোগিয়ানি। এরপর ভবনটির ভেতর থেকে আরো বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছেন তিনি। শহরের কেন্দ্রস্থলের ওই ভবনটির ফটকে এক হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে অন্য বন্দুকধারীদের প্রবেশের সুযোগ করে দিয়েছে- এমন ধারণা করা হচ্ছে বলে রয়টার্সকে জানিয়েছেন প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১