বাংলাদেশের খবর

আপডেট : ১৪ May ২০১৮

শেখ হাসিনার অধীনেই বিএনপিকে নির্বাচনে আসতে হবে : নাসিম

পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম সংরক্ষীত ছবি


আগামী জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার অধীনে সংবিধান অনুযায়ী হবে। বিএনপি নির্বাচনে এলে খেলা হবে নির্বাচনী মাঠে, না এলে জনগণই তাদের লাল কার্ড দেখাবে। রোববার দুপুরে ফেনী সার্কিট হাউজে জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের সঙ্গে মতবিনিময়কালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম এসব কথা বলেন।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে তিনি আরো বলেন, সময় এসেছে জনগণের দুয়ারে দুয়ারে গিয়ে নিজেদের ভুলগুলো স্বীকার করে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে ভোট চাওয়ার। দেশের উন্নয়নে জনগণ আবার বিপুল ভোটে নৌকা প্রতীককে জয়ী করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ফেনী প্রসঙ্গে মন্ত্রী বলেন, এক সময় ফেনী জেলার বদনাম ছিল, এখন আর নেই। এখন দেশব্যাপী এ জেলার সুনাম। জেলার স্বাস্থ্য খাতের ব্যাপারে মন্ত্রী বলেন, শিগগিরই জেলার স্বাস্থ্য খাতের সব সমস্যার সমাধান হবে। যেসব হাসপাতালে চিকিৎসক স্বল্পতা রয়েছে তা পূরণ করা হবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, ফেনী-১ আসনের সাংসদ শিরীন আখতার, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ জাহানারা বেগম সুরমা, ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১