বাংলাদেশের খবর

আপডেট : ১৪ May ২০১৮

আজ জেরুজালেমে যুক্তরাষ্ট্র দূতাবাসের উদ্বোধন


ফিলিস্তিনের সঙ্গে ইসরাইলের চলমান উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আজ সোমবার জেরুজালেমে মার্কিন দূতাবাস উদ্বোধন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দূতাবাস স্থানান্তর উপলক্ষে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ইতোমধ্যেই ইসরাইল পৌঁছেছেন ইভাঙ্কা ট্রাম্প ও জারেড ক্রুশনার। এদিকে ইউরোপীয় ইউনিয়ন ও রাশিয়া এ ঘটনার সমালোচনা করেছে বলে ইসরাইলের পত্রিকা হারেৎজের খবরে জানানো হয়েছে।

সোমবার জেরুজালেমে যুক্তরাষ্ট্র্রের কনস্যুলেটের ভিসা শাখার দূতাবাসের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে থাকছেন ইভাঙ্কা ট্রাম্প, জারেড ক্রুশনার, উপ-পররাষ্ট্রমন্ত্রী জন জে স্যুলিভান, অর্থমন্ত্রী স্টিভ মনুচিন ও আরো ১২ কংগ্রেস সদস্য। আফ্রিকার বেশিরভাগ দেশের কূটনীতিকরা উপস্থিত থাকলেও ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো এ অনুষ্ঠান বয়কট করছে।

এদিকে জেরুজালেমকে ইসরাইলের রাজধানী ঘোষণা করা ও দূতাবাস তেল আবিব থেকে স্থানান্তরের কড়া সমালোচনা করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিষয়ক জাতিসংঘের সমন্বয়ক নিকোলাই ম্লাদেনভের সঙ্গে বৈঠকে তিনি বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার ইস্যুকে বাদ দিয়ে এবং এর প্রান্তিকীকরণ করে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক মানচিত্রের কাঠামো বদলানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে। এটা নিয়ে মস্কো উদ্বিগ্ন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১