আপডেট : ১৪ May ২০১৮
মেধাবী চরিত্রবান ছেলে অর্কর জীবনে প্রায় সবকিছুই গোছানো। ভালো একটা চাকরির অফার আছে, পাশাপাশি উচ্চশিক্ষার জন্য জাপানে স্কলারশিপেরও চেষ্টা চলছে। শমীর সঙ্গে তার তিন বছরের সম্পর্ক শেষে এনগেজমেন্ট। সারা বাড়িতে বিয়ের তোড়জোড়। কিন্তু হঠাৎ করে রাতে বাড়িতে গোয়েন্দা পুলিশ এসে অর্ককে ধরে নিয়ে যায়। গোয়েন্দা কার্যালয়ে অর্ককে জুঁই নামে একটি মেয়ের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদিন আগে পুলিশ জুঁইয়ের বাসায় অভিযান চালায়। সেখানে তারা একটি ডায়রি পায়, যাতে অর্ক সম্পর্কে অনেক কিছু লেখা। কিন্তু অর্ক জানায়, এই নামের কোনো মেয়েকে সে চেনে না। এরই মধ্যে পত্রিকায় অপরাধী হিসেবে অর্কর নাম চলে আসে। অনিবার্য কারণে অর্কর বিয়েটা ভেঙে যায়, কনফার্ম চাকরি হাতছাড়া হয়। উল্টেপাল্টে যায় অর্কর জীবন। এমন গল্পেই নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ‘সোনার শেকল’। নাটকটি রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। পরিচালনা করেছেন সৈয়দ শাকিল। ধারাবাহিকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন— অপূর্ব, ঊর্মিলা শ্রাবন্তী কর, শবনম ফারিয়া, আরফান আহমেদ, নওশীন, ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশা, আবুল হায়াতসহ অনেকে। আজ রাত ৮টায় এটিএন বাংলায় প্রচার হবে ধারাবাহিকটির ৬৯তম পর্ব।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১